Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার তালিকা

গ্রাম আদালত

                                                                                                                                                                                        

গ্রাম আদালতের এখতিয়ার

 

০১) যে ইউনিয়নে অপরাধ সংঘঠিত হবে বা মামলার কারণ উদ্ভব হবে, বিবাদের পক্ষগন সাধারনত সেই ইউনিয়নের বাসিন্দা  হলে, সে ইউনিয়নের গ্রাম আদালত গঠিত হবে এবং অনুরুপ মামলার বিচারের এখতিয়ার গ্রাম আদালতের থাকবে।

 

০২) যে ইউনিয়নে অপরাধ সংঘঠিত হবে বা মামলার কারণ উদ্ভব হবে, বিবাদের এক পক্ষ সেই ইউনিয়নের বাসিন্দা হলে এবং অপর পক্ষ ভিন্ন ইউনিয়নের বাসিন্দা হলে, যে ইউনিয়নের মধ্যে অপরাধ সংঘঠিত হবে বা মামলার কারন উদ্ভব হবে, সেই ইউনিয়নের গ্রাম আদালত গঠিত হবে, তবে পক্ষগন ইচ্ছা করলে নিজ ইউনিয়ন হতে প্রতিনিধি মনোনীত করতে পারবে।

 

গ্রাম আদালতের ক্ষমতা

এ আইনে ভিন্নরুপ কোন বিধান না থাকলে, গ্রাম আদালত আইন ২০০৬-এর তফসিলের প্রথম অংশে বর্ণিত ফৌজদারি অপরাধ সমূহের ক্ষেত্রে কোন ব্যক্তিকে কেবলমাত্র অনধিক পঁচিশ হাজার টাকা ক্ষতিপূরন প্রদানের আদেশ প্রদান করতে পারবে। তফসিলের ২য় অংশে বর্ণিত দেওয়ানি বিষয়াবলির সাথে সম্পর্কিত কোন মামলায় অনুরুপ বিষয়ে তফসিলে উন্নেখিত পরিমান অর্থ প্রদানের জন্য আদেশ প্রদান করতে বা সম্পত্তির প্রকৃত মালিককে সম্পত্তি বা এর দখল প্রর্তাপনের জন্য আদেশ প্রদান করতে পারবে।